Sunday, 31 July 2022

চলে গেলেন নির্মলা তার মায়ের কোলে

 ও তোতা পাখিরে

কথা ও সুর: প্রবীর মজুমদার
শিল্পী: নির্মলা মিশ্র
ও তোতা পাখিরে
শিকল খুলে উড়িয়ে দিব
মাকে যদি এনে দাও
আমার মাকে যদি এনে দাও
ঘুমিয়ে ছিলাম মায়ের কোলে
কখন যে মা গেল চলে
সবাই বলে ওই আকাশে
লুকিয়ে আছে খুঁজে নাও
ও তোতা পাখিরে
কেউ বলে মা ভোরের বেলায়
চাঁপার বনে ফুলের মেলায়
ফুল কুড়িয়ে কখন যেন
ঠাকুর ঘরে আসে।
ভোরের আলো ফোটার আগে
জেগে কত খুঁজি মাকে
চাঁপা তলায় ঠাকুর ঘরে
বাড়ির আশেপাশে।
আমাকে মা ভুলেই গেছে
পাইনা তাকে আর কোথাও
ও তোতা পাখিরে
শিকল খুলে উড়িয়ে দিব
মাকে যদি এনে দাও
আমার মাকে যদি এনে দাও।
কেউ বলে রোজ নিশুতি রাতে
তারার দেশের আঙ্গিনাতে
মা দেখা দেয় চুপিচুপি
আলো ছায়ার মাঝে।
রোজই ভাবি জেগে থাকি
মা কি আমায় দেবে ফাঁকি
কখন যে ঘুম জড়িয়ে আসে
বুঝতে পারিনা যে।
পাখি তুমি লক্ষ্মী
আমায় মায়ের কাছে নিয়ে যাও
ও তোতা পাখিরে
শিকল খুলে উড়িয়ে দিব
মাকে যদি এনে দাও,
আমার মাকে যদি এনে দাও।
SHE IS NO MORE



‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’র শিল্পী নির্মলা মিশ্র প্রয়াত, কেড়ে নিল হৃদ্‌রোগ

১৯৭১সালে মুক্তিযুদ্ধে প্রেরণা ও সহায়তার জন্য এগিয়ে এসেছিলো পশ্চিমবঙ্গের গ্রামোফোন রেকর্ড কোম্পানিগুলো। এইচএমভি, হিন্দুস্তান রেকর্ডস্, টুইন রেকর্ড, কলম্বিয়া, পলিডর, সেনোলা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে গান, কবিতা, নাটক ও যাত্রাপালার রেকর্ড প্রকাশ করেছিল।বিক্রির একটা অংশ শরণার্থীদের সহায়তা তহবিলে দান করা হয়।
একাত্তর সালের জুন মাসে গ্রামোফোন কোম্পানিগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর গান তৈরির জন্য গীতিকার, সুরকার ও শিল্পীদের অনুরোধ জানায়। বাংলা গানের নামীদামী শিল্পী, সুরকার, গীতিকাররাও এগিয়ে এসেছিলেন। গৌরীপ্রসন্ন মজুমদার, শ্যামল গুপ্ত, শিবদাস বন্দ্যোপাধ্যায়, মীরাদেব বর্মন, সুবীর হাজরা, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, মুকুল দত্ত, অমিতাভ নাহা, বিশ্বনাথ দাস, পবিত্র মিত্র প্রমুখ গীতিকার গান লিখেছিলেন।
সুরকাররাও প্রাণবন্ত এবং আবেগপূর্ণ সুর দিয়েছিলেন- শচীন দেববর্মণ, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, রাহুল দেববর্মণ, বাপী লাহিড়ী, অপরেশ লাহিড়ী, নীতা সেন, দীনেন্দ্র চৌধুরী, অভিজিৎ, দেবব্রত বিশ্বাস ....। যুদ্ধজয়ের গানে সলিল চৌধুরী- গণসঙ্গীতের মূর্ছনায় তিনি ছিলেন অন্যরকম দিশারী।
গেয়েছিলেন কলকাতার প্রায় সব শিল্পীই। হেমন্ত, দ্বিজেন, শ্যামল, মানবেন্দ্র, সত্যব্রত দত্ত, ভূপেন হাজারিকা, বনশ্রী সেন গুপ্ত, রাহুল দেববর্মণ, দেবব্রত বিশ্বাস, ললিতা ধর চৌধুরী, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, উৎপলা সেন, অংশুমান রায়, , নির্মলেন্দু চৌধুরী মিন্টুদাশ গুপ্ত - নির্মলা মিশ্র....।
রবিশংকরও এইচএমভি থেকে কণ্ঠ ও যন্ত্রসংগীতের রেকর্ড করেছিলেন ‘জয় বাংলা’ নামে।
এদের অনেকেই আজ আর নেই।কাল রাতে মারা গেছেন নির্মলা মিশ্র।
নির্মলার বিখ্যাত গানগুলির মধ্যে অন্যতম—
এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না,
ও তোতা পাখি রে...
শিল্পীর জন্ম ১৯৩৮ সালে। বাবা পণ্ডিত মোহিনীমোহন মিশ্র এবং মা ভবানীদেবী।
তাঁর গাওয়া সেরা দেশাত্মবোধক গান -
"এই বাংলার মাটিতে(মাগো) জন্ম আমায় দিও।
এই আকাশ,নদী,পাহাড়
আমার বড় প্রিয়।।
কোথায় বলো এতো স্বপন হাওয়াতে ভাসে।
কোথায় বলো এতো বকুল বসন্তে হাসে।
শরৎ আকাশ কোথায় বলো
এমন রমণীয়।।
বার মাসে তের পার্বণ বলো কোথায় আছে।
মেঘের ঘটা দেখে এমন
ময়ূর কোথায় নাচে।
কোথায় বলো এতো মায়া ধানের ক্ষেতে দোলে।
কোথায় বলো হাসে শিশু সুখে মায়ের কোলে।
কোথায় বলো পল্লী বধূ এমন কমনীয়।
এই বাংলার মাটিতে(মাগো) জন্ম আমায় দিও।"









Blogger's note on the ceremonial day

This blog is dedicated to songs and music only.
Songs of different countries, communities, and languages will be stored in this blog.
Thematic songs will also be archived on this blog.
Folk songs will be another highlight of this blog.